পাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে পাবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রীয় ছাত্রলীগের নোটিশে বলা হয়েছে- সংগঠনবিরোধী, গঠনতন্ত্র পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করে, এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিতভাবে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সেলে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নকাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নূরুল্লাহর মধ্যে বিরোধ চলছে। মূলত এই বিরোধকে কেন্দ্র করেই তুচ্ছ ঘটনায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে।