ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালবৈশাখিতে ঝড়ে মাগুরার বঙ্গবন্ধু সরকারি কলেজ লন্ডভন্ড

কালবৈশাখিতে ঝড়ে মাগুরার বঙ্গবন্ধু সরকারি কলেজ লন্ডভন্ড

মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা-আড়ুয়াডাঙ্গি বঙ্গবন্ধু সরকারি কলেজ হঠাৎ কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। উড়ে গেছে দুটি ক্লাসরুমের ও একটি সম্মেলন কক্ষের টিনের চাল। এছাড়াও উল্টে-পাল্টে গেছে প্রতিষ্ঠালগ্নের পুরোনো ঘরের বারান্দার টিনের চালা। প্রায় ৪০০ শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ২৫ মে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় ২ শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার মতো বিকল্প ব্যবস্থা নেই কলেজে। এ কারণে শেষ পর্যন্ত খোলা আকাশের নিচেই পরীক্ষা নেবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

টিকারবিলা-আড়ুয়াকান্দি বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ একেএম জালাল উদ্দিন চৌধুরী জানান, গত শুক্রবার রাতে আকাশে হঠাৎ কালো মেঘ জমে গড়াই নদী এলাকা থেকে প্রবল বেগে বাতাস এসে মুহূর্তের মধ্যে কলেজের দুইটি ক্লাসরুম ও একটি সম্মেলন কক্ষের টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এবং ইট গাঁথুনির দেয়াল ভেঙে তছনছ হয়ে যায়। এছাড়াও কলেজ প্রতিষ্ঠালগ্নের লম্বা টিনশেড ঘরের বারান্দার চালা উড়িয়ে নিয়ে যায়। ঝড়ে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৪০০ শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছেন। আগামী ২৫ মে নির্বাচনি পরীক্ষার দিনধার্য করা হয়েছে। ক্লাসরুম সংকটে পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ২০০ শিক্ষার্থীকে খোলা অকাশের নিচেই পরীক্ষা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমান সমস্যার বিষয়টি বিবেচনা করে অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত