ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমি সেবা সপ্তাহ শুরু

এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’
ভূমি সেবা সপ্তাহ শুরু

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে গতকাল সোমবার ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আ. কাদের সরদার, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ রুহুল আমীন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, আগামী রোববার পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। ভূমি সেবার মূল অংশীজন হিসেবে গোপালগঞ্জের জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। স্মার্ট ভূমি সেবার বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করছি।

পিরোজপুর : এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, জেলা রেজিস্ট্রার মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মাহামুদ হোসেন, এসএম পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং সেবা গ্রহিতা মো. আব্দুল খালেক। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নামজারী, স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া প্রবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভূমি সেবায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

রাঙামাটি : জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও সুবিধাপ্রত্যাশী জনসাধারণ এতে অংশ নেন।

শেরপুর : জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে জেলা প্রশাসকের রজনীগন্ধা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় এডিসি (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস সংলগ্ন মাঠে ভূমিসেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবিরের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, সদর ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মৃণাল কান্তি সরকার।

কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা বের করা হয়। র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, উপজেলা ভূমি কর্মকর্তা কানুনগো আব্দুল আলীম, সার্ভেয়ার কাওসার আলী, নাজির আতিকুর রহমান, সার্টিফিকেট পেশকার জয়নব সুলতানা, বদরুজ্জামান।

দুমকি (পটুয়াখালী) : দুমকি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন শ্রীরামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।

গফরগাঁও (ময়মনসিংহ) : এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান। বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি রাজু আহম্মেদ প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, ভূমিবিষয়ক পরামর্শ সেবা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভূমি সেবার মানোন্নয়ন ও সহজীকরণ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত