নারীদের উদ্যোক্তা বানাতে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত ও প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোগতা তৈরি করতে ‘বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই ও নারী উদ্যোগতাদের’ ঋণ বিতরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাগেরহাটের ২০টি সিডিউল ব্যাংকের প্রধানগণ, নারী উদ্যোগতা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাগেরহাট চেম্বার অব কমার্স, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তাৎক্ষণিকভাবে প্রতিটি সিডিউল ব্যাংক একজন করে মোট ২০ জন নারী উদ্যোগতাকে সর্বোচ্চ ২৫ লাখ টাকার ঋণসহ ২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। রূপালী ব্যাংকের জোনাল ম্যানেজার মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার পরিচালক আবুসাঈদ আরিফুল ইসলাম প্রমুখ।