ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারীদের উদ্যোক্তা বানাতে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

নারীদের উদ্যোক্তা বানাতে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত ও প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোগতা তৈরি করতে ‘বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই ও নারী উদ্যোগতাদের’ ঋণ বিতরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাগেরহাটের ২০টি সিডিউল ব্যাংকের প্রধানগণ, নারী উদ্যোগতা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাগেরহাট চেম্বার অব কমার্স, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তাৎক্ষণিকভাবে প্রতিটি সিডিউল ব্যাংক একজন করে মোট ২০ জন নারী উদ্যোগতাকে সর্বোচ্চ ২৫ লাখ টাকার ঋণসহ ২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। রূপালী ব্যাংকের জোনাল ম্যানেজার মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার পরিচালক আবুসাঈদ আরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত