ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালিয়াকৈরে করাতকল উচ্ছেদ

কালিয়াকৈরে করাতকল উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈরে একদিনে এক বনবিট অফিসের সব অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। গত রোববার উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব করাতকল উচ্ছেদ করা হয়। তবে টাকা দিয়ে করাতকল চালানোর পরও এ উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালত ও ক্ষুব্ধ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ও কাচিঘাটা দুটি রেঞ্জের বিভিন্ন বিট অফিসের আওতায় বনের ভেতরে ও বাইরে অবৈধভাবে করাতকল গড়ে ব্যবসা পরিচালনা করে আসছে অসাধু ব্যবসায়ীরা।

স্থানীয় বন অফিসগুলোকে মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে এসব অবৈধ করাতকল চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আবার প্রকাশ্য দিবালোকে চেরাই করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে বনের গাজারি গাছও। সম্প্রতি রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম কালিয়াকৈর রেঞ্জে ও ফরেস্ট কর্মকর্তা শরীফ খান চৌধুরী বাড়ইপাড়া বিট অফিসে যোগদান করে। তারা নতুন কর্মস্থলে যোগদানের পরপরও বাড়ইপাড়া বিট অফিসের আওতায় সব অবৈধ করাতকল উচ্ছেদের পরিকল্পনা করেন। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, শুধু বাড়ইপাড়া বিট নয়, পর্যায়ক্রমে অন্যান্য বিট অফিসের বিভিন্ন এলাকার করাতকলগুলো উচ্ছেদ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অভিযান চালিয়ে ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় এসব করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দসহ জরিমানা করা হয়। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত