আলী হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

চাঞ্চল্যকর কৃষক আলী হোসেনকে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার ভুক্তভোগীর পরিবার। গতকাল মঙ্গলবার নকলা উপজেলার নারায়ণখোলা বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করলেও গ্রেপ্তার হয়েছে মাত্র তিনজন। আলী হোসেনের ভুক্তভোগী পরিবারের দাবি পুলিশ বাকিদের গ্রেপ্তারে গড়িমসি করছে। তবে পুলিশ বলেছে,

পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ মে সকাল ৬টার দিকে নকলা থানার চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামে বর্গা চাষাবাদ করা জমির ধান কেটে নিয়ে যাচ্ছে ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল। জমির মুল মালিকের সাথে দ্বন্দ থাকলেও ধান কেটে নেয়ার বাধা দিলে কুপিয়ে হত্যা করা হয় আলী হোসেনকে। এ ঘটনায় প্রথমে মুমূর্ষ অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর দুই আসামিকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের স্থানান্তর করে। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। দ্রুত সময়ের মধ্যে বাকিদের গ্রেপ্তারে করে আইনের আওতায় আনা হবে।