ছাত্রলীগের হামলায় আহত আওয়ামী লীগ নেতা

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগের এক নেতাসহ দুইজন। আওয়ামী লীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার পাকুন্দিয়া পৌর সদর বাজারের মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শহিদুল ইসলাম উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি। হামলায় তার পা ভেঙে গেছে। এ ঘটনায় আলফাজ নামের আরও একজন আহত হয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন বলেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ব্যক্তিগত কাজে পাকুন্দিয়া পৌর সদর বাজারে আসেন। তিনি বাজারের মুক্তিযোদ্ধা কার্যালয় এলাকায় এলে তার পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে বর্তমান এমপি নুর মোহাম্মদের অনুসারীরা হামলা চালান। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমিন মিয়ার নেতৃত্বে ৬-৭ জন এ হামলা চালান। পরে স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, ঘটনার পর দুইজন আহত হয়েছেন শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।