ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বজ্রপাতে তিনজন নিহত

বজ্রপাতে তিনজন নিহত

কিশোরগঞ্জে বজ্রপাতে কারখানা শ্রমিক, নরসিংদীতে নারী এবং নওগাঁয় এক যুবকের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো খবর-

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ভৈরবে বজ্রপাতে কাজি জিল্লুর রহমান নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার নইন্দা খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজি জিল্লুর রহমান ভৈরব পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত কাজি গোলাপ মিয়ার ছেলে। জিল্লুর রহমান ভৈরব শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার মাক্কু মোল্লা ফুড ফ্যাক্টরিতে কাজ করতেন। ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

রায়পুরা (নরসিংদী) : মাঠ থেকে গোখাদ্য (খড়) আনতে গিয়ে বজ্রপাতে শামসুন্নাহার বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সামসুন্নাহার ওই এলাকার মোমরোজ মিয়ার স্ত্রী। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করি।

নওগাঁ : রানীনগরে ক্ষেত থেকে ভুট্টা উঠানোর সময় বজ্রপাতে জামিল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার গোনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার মরদেহ নিয়ে গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত