ভাড়া নিয়ে অটোরিকশা চালকদের নৈরাজ্য

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের নৈরাজ্য চলছে। বাড়তি ভাড়া আদায় নিয়ে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়! প্রতিনিয়ত চালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি ও গালাগালির ঘটনা ঘটছে। কেউবা ফেইসবুকে লাইভে এসে বাড়তি ভাড়ার বিষয়ে নিন্দার ঝড় তুলেছেন।

উপজেলার বিভিন্ন রুটে অঘোষিতভাবে নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন চালকরা। হাতেগোনা কয়েকটি যাত্রীবাহী বাস ছাড়া জেলা সদরে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। আগে ২১ কিলোমিটার দূরত্বের ফেনী শহরে যাওয়ার ভাড়া ছিল ৪০ টাকা। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এখন মাথাপিছু আদায় করা হচ্ছে দিনে ৫০ থেকে ৬০ টাকা। রাতে আদায় করা হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। সন্ধ্যার পর থেকে রাত যত বাড়তে থাকে ততই বাড়তি ভাড়া আদায় করেন চালকরা। এ ব্যাপারে উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে চালকরা বাড়তি ভাড়া আদায় করছে বলে শুনেছি। আমরা চালকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারি বাহার উল্যাহ বলেন, চালকদের বাড়তি ভাড়া না নিতে অনুরোধ করেছি। কিন্তু তারা গাড়ির সরঞ্জামসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে আমার অনুরোধ শুনছেন না। তারপরও জনগণের কথা চিন্তা করে আমরা সমন্বয় করার চেষ্টা করছি।