হাবিপ্রবিতে ডি-নথিবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিস, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার জন্য ‘ডি-নথিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আইকিউএসি কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো, শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. তহিদার রহমান। রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মো. ওয়ালিদ ইসলাম ও কম্পিউটার প্রোগ্রামার মো. আতিকুর রহমান।

ভিসি বলেন, ডি-নথির এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে সম্পাদিত হবে এবং ভিসিসহ সব পর্যায়ের অনুমোদনকারীরা যে কোনো স্থানে, যে কোনো সময় বসে ফাইলে অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় ও কাগজের সাশ্রয় হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহির জায়গাটিও নিশ্চিত হবে। পাশাপাশি প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা ডি-নথির যুগে প্রবেশ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও দেশে কোনো কাজ থেমে থাকে না, বিদেশ থেকেই তিনি ফাইলের অনুমোদন দেন।