ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৫ কোটি শিক্ষার্থীকে আইসিটি জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে

বললেন পলক
৫ কোটি শিক্ষার্থীকে আইসিটি জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৫ কোটি শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে দক্ষ গড়ে তুলতে হবে। তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আমরা চেষ্টা করছি। ৫০ লাখ শিক্ষার্থীদের কর্মক্ষম করার জন্য ১ লাখ ৯ হাজার প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা আমরা পৌঁছে দেব। প্রযুক্তিতে দক্ষ গড়ে তোলা হবে। আইসিটি বিভাগ ২৫ হাজার নারী উদ্দোক্তা তৈরিতে কাজ করছি। এরই মধ্যে ২ হাজার নারীকে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান করা হয়েছে। আরো ৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। ১০ হাজার নারী ফ্রি ল্যান্সার তৈরি করা হবে। বর্তমান অর্থনৈতিক উন্নয়নে নারী-পুরুষের সমান অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। চলনবিলকে স্মার্ট সিটি গড়ে তোলা হবে। এখানে ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিপিও বিভাগীয় সামিট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পুলিশ সুপার সাইফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বাপকো সভাপতি তৌহিদ হোসেন। পরে অতিথিরা স্টল ঘুরে দেখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত