ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা চালক শরীফকে পাথর চাপা দিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গতকাল বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান করিমগঞ্জ থানার ওসি শাসছুল আলম সিদ্দিকী। ওসি জানান, গত রোববার যাত্রীবেশী ছিনতাইকারীরা শরীফের অটোরিকশা ভাড়া নিয়ে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে করিমগঞ্জ উপজেলার খয়রত মোড়ের উদ্দেশে রওনা দেয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের বানিয়াচান ব্রিজে এসে অটোরিকশা ছিনতাইয়ের জন্য শরীফকে জোরপূর্বক ব্রিজের নিচে নিয়ে যায়। এ সময় পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে শরীফের বাবা মতিউর রহমান অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করলে প্রযুক্তিগত সহায়তায় হত্যার মূল আসামি মো. সেলিমকে টঙ্গী থানার পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। সেলিমের তথ্যের ভিত্তিতে অটোরিকশা উদ্ধার করা হয়। এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। বিকালে সেলিমকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত