ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধান শিক্ষক ও সভাপতিদের একদিনের কর্মশালা

প্রধান শিক্ষক ও সভাপতিদের একদিনের কর্মশালা

কুমিল্লার তিতাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় কর্মশালা গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব উদ্দিন আহাম্মদ, ফিল্ড সুপার ভাইজার সারজিনা আক্তারসহ গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন, মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আইসিটি শিক্ষক মোহাম্মদ শাহজামান শুভ ও ফারুক আহমেদসহ ২৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত