ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়কে ঝরল সাতজনের প্রাণ

সড়কে ঝরল সাতজনের প্রাণ

কুষ্টিয়ার বাসচাপায় দুই কলেজছাত্র, পাবনার সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন, কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথকভাবে সাংবাদিকসহ তিনজন এবং কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরবাইক চালক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া : কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বাসচাপায় আবু মুছা ও পারভেজ নামের দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়। খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ খোকসা উপজেলার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা চর জগন্নাথপুর এলাকার ইসাহক আলীর ছেলে। তারা দুজনই শমসপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিল। খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, পেছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার বাবু নিহত হয়েছে। বাবু বড়াইগ্রাম নাটরের কাশেমের ছেলে। মাধপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নবির উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে পাবনাগামী রডবোঝাই ট্রাকের সাথে পাবনা থেকে কাশিনাথপুর গামী ভুসিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই রডবোঝাই ট্রাকের হেলপার বাবু (৪৫) নিহত হন। পরিবারের নিকট লাশ হস্তান্তর ও থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন চৌদ্দগ্রাম সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডা. জানে আলম, চৌদ্দগ্রাম বাজারের সেলুন কর্মচারী জেলার মুরাদনগর উপজেলার সন্তোষ চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস এবং চৌধুরী বাজার এলাকার মোটরসাইকেল মিকানিক মো. রফিক।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন মোটরবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরেরতল এলাকায়। নিহত যুবক কুড়িগ্রাম সদরের হোলোখানার সাড়োডোব এলাকার আরডিআরএস বাজারের ইউসুফ আলীর ছেলে আলম বাদশা। ফুলবাড়ী থানার ওসি তদন্ত সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত