প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল প্রতিবন্ধী শিশু মোনায়েম

প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় গৃহহীন শারীরিক প্রতিবন্ধী অদম্য মেধাবী শিশু মোনায়েমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্মিত উপহারের

ঘরটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি আনুষ্ঠানিকভাবে শিশুটির মায়ের হাতে ঘরের চাবি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আবদুল বাতেন, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।

প্রসঙ্গত, জন্ম থেকে দুই হাত না থাকা শিশু মোনায়েম তার শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দুই পা দিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি খেলাধুলা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় রাখছে সাফল্যের অনন্য স্বাক্ষর।

দাগনভূঞা একাডেমিতে সপ্তম শ্রেণি পড়ুয়া পিতৃহীন আবদুল্লাহ আল মোনায়েমের ছিল না কোনো ঘর। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি স্থানীয় প্রশাসনকে জায়গা কিনে ঘর করে দেয়ার নির্দেশ দেন।

এরপর দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডে আড়াই শতক জায়গার ওপর আধাপাকা টিনশেডের একটি ঘর নির্মাণ করে দেয়া হয়।