রাঙামাটিতে সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রামের কর্মশালা

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতাভুক্ত ‘পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবজিএসআই) স্কিমের আওতায় রাঙামাটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার।