ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রকৃতির কানে দুলছে সোনালু ফুল

প্রকৃতির কানে দুলছে সোনালু ফুল

তপ্ত গ্রীষ্মে গাছে গাছে হলুদ উচ্ছ্বাস নিয়ে প্রকৃতিতে জারুল, লাল সোনাইল ও কৃষ্ণচূড়ার সঙ্গে ফুটে আছে সোনালু। মনে হয় প্রতিটি গাছের গা থেকে হলুদ ঝরনা নেমে এসেছে। গাছে হলুদ ফুলের ঝরনা দেখে মন ভরে যায়। যখন সব গাছে একসঙ্গে ফুল ফোটে, তখন মনে হয় সোনালি আলোকচ্ছটায় চারপাশ আলোকিত হয়ে গেছে। ভারতের এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ও সড়ক-মহাসড়ক বিভিন্ন প্রতিষ্ঠানে বন-জঙ্গলে গ্রামীণ রাস্তার ধারে ছোট-বড় সোনালু গাছ দেখতে পাওয়া যায়। ফুলের পাঁপড়ি পাঁচটি, মাঝে পরাগ দণ্ড। পাতা হাল্কা সবুজাভ, মধ্য শিরা স্পষ্ট। গাছের শাখা-প্রশাখা কম, কাণ্ড সোজাভাবে উপরের দিকে বাড়তে থাকে, বাকল সবুজাভ থেকে ধূসর রঙের, কাঠ মাঝারি শক্ত মানের হয়। ফুল থেকে গাছে ফল হয়, ফলের আকার দেখতে সজিনা সবজির আকৃতির, তবে সজিনার গায়ের চামড়াতে ঢেউতোলা সোনালু ফলে তা নেই চামড়া মসৃণ। ফল লম্বায় প্রায় এক ফুট, রঙ প্রথমে সবুজ ও ফল পরিপক্ক হলে কালচে খয়েরি রঙ ধারণ করে। ফলে বীজ হয়, বীজ থেকে বংশ বিস্তার ঘটে। গাছটি সাধারণত ১৫ থেকে ২০ মিটার উঁচু হয়ে থাকে। কোনো কোনো অঞ্চলে সোনালুর ফলকে বানর লাঠি হিসেবে চিনে বলে গাছটিকেও বানরলাঠি গাছ বলে বলে থাকে। হলুদ ফুলের আভায় শোভিত শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লাহ ও রাস্তার ধারে গ্রীষ্মের এই সময়ে সোনালু ফুলের সোনাঝরা রূপে মাতোয়ারা প্রকৃতি প্রেমিরা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই সোনালু ফুল ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য প্রাণ খুলে উপভোগ করতে দেখা গেছে অনেক প্রকৃতি প্রেমিককে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত