ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চিরকুট লিখে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

চিরকুট লিখে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

‘কেউ জানার আগেই লাশ তোমরা মাটিতে পুঁতে দিও। মা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি। হাসান ও তার পরিবার আমাকে বাধ্য করছে মরতে। মাগো, আমি থাকলে তোমরা অপমান-অপদস্থ হবে। মানুষ তোমাদের ঘৃণা করবে। আমার ভাইবোন এ সমাজে মুখ দেখাতে পারবে না। সেজন্য আমি চাই, তোমরা ভালো থাকো।’ আত্মহত্যার আগে প্রেমিক হাসান ও তার পরিবারকে দায়ী করে মা-বাবা ও নিজের পরিবারের উদ্দেশে এমন চিরকুট লিখে গেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মাদ্রাসাছাত্রী রিনা আক্তার (২২)। গত বৃহস্পতিবার গভীর রাতে লামচর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হাসানের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামে। হাসান সম্পর্কে রিনাদের আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে রিনা ও হাসানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিনার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় হাসান। কিন্তু সম্প্রতি হাসান ও তার পরিবার রিনাকে অস্বীকার করে ও নানাভাবে অপমান-অপদস্ত করে। এই অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় মেয়েটি।

রিনার মামা মোস্তফা জানান, মৃত্যুর জন্য হাসান ও তার পরিবারকে দায়ী করে গেছে তার ভাগ্নি। রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত