অর্থের অভাব সাদিয়ার স্বপ্ন পূরণে বাধা

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল হুদা হেলাল, দিনাজপুর

অর্থের অভাবে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সাদিয়ার উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। সাদিয়া আফরিন পিংকির দু’চোখ ভরা স্বপ্ন। সে বড় হয়ে শিক্ষক হবে। বাবা-মা’র মুখ উজ্জ্বল করবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তার সেই স্বপ্ন এখন দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না পিংকি। স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান এবং সরকারের কাছে প্রত্যাশা কামনা করছেন সাদিয়া ও তার পরিবার। বাবা মিজানুর রহমান শারীরিক অসুস্থ। বাবা দিনাজপুরের বিরল উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামপুর বাজারে তার বাড়ি। চায়ের দোকান করে সংসারের অভাব-অনটনের মধ্যে দুই সন্তানকে পড়ালেখা করাচ্ছেন। বড় মেয়ে সাদিয়া আফরিন পিংকি ও ছোট ছেলে খালিদ হাসান হৃদয়। বড় মেয়ে সাদিয়া আফরিন বিরল মহিলা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী। সাদিয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ+ পেয়েছে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর ২২ গুচ্ছ পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আগামী জুন মাস থেকে ভর্তি শুরু হবে। তবে এখনো ভর্তির টাকা জোগাড় করতে পারেনি। তার এই স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান এবং সরকারের কাছে প্রত্যাশার হাত বাড়িয়েছেন। তার বাবা বলেন, আমি কোন রকম চায়ের দোকান করে সংসার চালাই। ভালো মতো করে দোকানেও বসতে পারি না। দুই ছেলেমেয়ের লেখাপড়ার অনেক খরচ। আমার সাধ্যের বাইরে মেয়েকে লেখাপড়া করাতে। এ পর্যন্ত যা পড়েছে এ নিয়েই থাক। এতো টাকা কোথায় পাব।

এদিকে বিরল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু বলেন, সাদিয়া একজন মেধাবী ছাত্রী। তার আর্থিক অবস্থা শোচনীয়। আমরা কলেজ থেকে তাকে সব রকম সহযোগিতা করেছি। তবে তাকে কেউ যদি সহযোগিতা করে ভবিষ্যতে সে অনেক ভালো কিছু করতে পারবে।