ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুবদলের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

যুবদলের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে রেলগেটের পশ্চিম পাশে বিমানবন্দরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস আড়াআড়িভাবে দাঁড় করানোর ঘটনায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় যুবদলের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ঈশ্বরদীর রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনামনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েল, চয়ন, হাবিব, তরিকুল ও মামুন। তাদের বিরুদ্ধে রাতেই ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।

ঈশ্বরদী ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে রেলগেট বন্ধ থাকায় পূর্ব ও পশ্চিম পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পশ্চিম পাশে বিমানবন্দরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস আড়াআড়ি-ভাবে দাঁড় করালে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট তীব্র আকার ধারণ করে। এ সময় ট্রাফিক কনস্টেবল এগিয়ে গিয়ে মাইক্রোবাসটি সোজা করে রাখার জন্য বলেন। কনস্টেবলের কথা না শুনে যুবদল নেতা সোনামনিসহ অন্যরা তাকে গালিগালাজ ও মারমুখী আচরণ করতে থাকেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির বলেন, রেলগেট এলাকায় জাকারিয়া পিন্টুর অফিসে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টিএসআই জাহিদ মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত