ফেনীতে বেকারিকে জরিমানা

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে আল-আরাফা বেকারির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

গতকাল রোববার অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞায় সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন। অভিযান সূত্র জানায়, দাগনভূঞায় নোয়াখালী রোডে ওই বেকারিতে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করে দেখা যায় তাদের সিএম লাইসেন্স গ্রহণ নেই এবং তারা বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রি করছে। ফলে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করে।

এছাড়াও আদালতের নির্দেশে রঙ যুক্ত কেকের কাগজ জব্দ ও ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন কুমিল্লা অফিসের বিএসটিআই কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম)। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম মেহনাজ শারবীন অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।