ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মহিলা সমিতির জমি ও সম্পদ রক্ষার দাবি

মহিলা সমিতির জমি ও সম্পদ রক্ষার দাবি

মহারাজার দান করা শতবর্ষের ঐতিহ্যবাহী দিনাজপুর মহিলা সমিতির ভূমি ও সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাবের মিলনায়তনে মহারাজার দান করা ২৭ শতক জমি ও সম্পদ রক্ষার দাবিতে এলাকাবাসী ও দোকানদাররা সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে লাইসুর রহমান ইমন বলেন, দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায় তার এক কর্মচারীকে শহরের প্রাণকেন্দ্র জেলখানার সামনে ২৭ শতক সম্পত্তি দান করেন। সনাতন ধর্মের এ কর্মচারী ব্রিটিশ আমলেই পুরো সম্পত্তি দান করে দিলে ১৯৩৭ সালে দিনাজপুর মহিলা সমিতি প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শের-এ বাংলা এ কে ফজলুল হক আনুষ্ঠানিকভাবে দিনাজপুর মহিলা সমিতির ভবন উদ্বোধন করেন। মহিলা সমিতির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল পিছিয়ে পড়া নারীদের সংগঠিত করে তাদের জীবন মান উন্নয়ন ও নারীদের নির্মল চিত্ত বিনোদনের স্থায়ী ব্যবস্থা করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত