ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উন্মুক্ত বাজেট ঘোষণা

উন্মুক্ত বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের এবং লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা গতকাল সোমবার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

রূপগঞ্জ: নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৩ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৭০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা। ইউপি অডিটরিয়ামে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু এই ঘোষণা করেন। ইউপির সচিব তারেক আজিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, আতলাপুর বাজার কমিটির সভাপতি আব্দুর সাত্তার, যুবলীগের সাধারণ সম্পাদক কাওসার প্রধান, ব্যবসায়ী সালাউল্লাহ ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, বাদশা মোল্লা, নজরুল ইসলাম, ইমরান হোসেন রিপন।

রামগঞ্জ (লক্ষ্মীপুর): রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ভাটরা ইউনিয়ন পরিষদের বাজেট উপস্থাপন করেন চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল। বাজেট সঞ্চালনা করেন ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের সচিব সুজন চন্দ্র দাস। শেখ শামছুল আলম বুলবুল বলেন ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের মোট ১ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৫৮২ টাকা বাজেট পেশ করেন। যা গতবারের চাইতে ২০ লাখ আটানব্বই হাজার ৭৭০ টাকা বেশি। বর্তমান বাজেট প্রকৃত আয়ের চাইতে ৭ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছর এ বাজেট ছিল, ৯২ লাখ ৬৭ হাজার ৫৮২ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত