মহিলা ফোরামের স্মারকলিপি প্রদান

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

নারী গৃহস্থালি কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপণ করে স্বীকৃতি ও মর্যাদা দান, নারীর স্বাস্থ্য, শিক্ষা কর্মসংস্থান, নিরাপত্তা নিশ্চিত করাসহ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন পালন করে। এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাসদ জেলা জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক ইসরাত জাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা বেগম, জেলা কমিটির সদস্য প্রতিমা রানী, হাবিবা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয়া মোদক।

বক্তারা বলেন, গৃহস্থালি কাজ ছাড়া কোনো পরিবার ও সমাজ কল্পনা করা যায় না। বেসরকারি গবেষণা সংস্থা সিসিডির গবেষণা অনুযায়ী ২০১৪ সালে বাংলাদেশের নারীদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্য বছরে ১১ লাখ কোটি টাকার উপরে। কিন্তু দীর্ঘদিন দাবি জানানোর পরও নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য হিসাব করার জন্য রাষ্ট্রীয় কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। নারীদের গৃহস্থালি কাজের অবদানের মূল্যায়ন না হওয়ায় সমাজে, পরিবারে, নারীরা তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন এবং অসহায় বোধ করেন। নির্যাতন বৈষম্যের শিকার হন, আমরা মনে করি নারীর শ্রমের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও নারীদের সামাজিক অবস্থা পরিক্ষণে রাখা বড় ভূমিকা পালন করতে পারে।