ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ব্যবসা সফল সুপার মার্কেট জিয়া শপিং কমপ্লেক্সের জিএম টেইলার্সে গতকাল মঙ্গলবার ভোরে সংঘটিত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুইটি দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান, জিএম টেইলার্সের মালিক জাহিদ হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনায় জিয়া শপিং কমপ্লেক্সের প্রায় ২ শতাধিক দোকান আগুন থেকে রক্ষা পায়।

জাহাঙ্গীর আলম জানান, তারা দারোয়ানদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান। তার ভাই জিএম টেইলার্সের মালিক জাহিদ হোসেন অসুস্থ, ভাইয়ের সব শেষ হয়ে গেছে। তিনি আরো জানান, রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল ফোনে কল দিলে কেউ রিসিভ না করায় তিনি মোটরসাইকেলে ফায়ার সার্ভিস স্টেশন গিয়ে তাদের খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার খোরশেদ আলম জানান, তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া তাদের ফোন দেয়ার ঘটনা সঠিক নয়। ওই মার্কেটের কারো কাছেই তাদের মোবাইল ফোন নম্বর নেই। রাত-দিন চব্বিশ ঘণ্টা তাদের ফোন খোলা এবং তারা সেবা দিয়ে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত