ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উন্মুক্ত বাজেট ঘোষণা

উন্মুক্ত বাজেট ঘোষণা

সাতক্ষীরার কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কালীগঞ্জ (সাতক্ষীরা) : কালীগঞ্জের ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা ২০২৩-২৪ গত সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান। আরো বক্তব্য দেন আব্দুল গফ্ফার সরদার, সংরক্ষিত ইউপি সদস্য আকলিমা খাতুন মিতা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, আমরা ক’জন স্বেচ্ছাসেবী যুব সংঘের সভাপতি মো. শাহিনুর রহমান খান, সোনার বাংলা ক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান, কাজী রাসেল প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাঘড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের সভাপতিত্বে ও ইউপি সচিব নারায়ণ দত্তের সঞ্চালনায় বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন বাঘড়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, বাঘড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোরশেদ, সাধারণ সম্পাদক মো. আলম, নারী ইউপি সদস্য আলেয়া বেগম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত