মাদ্রাসাছাত্র হত্যা

চারজনকে যাবজ্জীবন

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মাদ্রাসাছাত্র তানভীর আহসান সাকিব হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ মুহা. মহিদুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের খলিল মোল্লার ছেলে দুলাল মোল্লা, কদমতলার বাসিন্দা মৃত ওহাব মোল্লার দুই ছেলে সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ ও মো. শহিদুল ইসলাম এবং আলম শেখের ছেলে বেল্লাল শেখ। আদালত এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফিজ শেখ ও আনিস শেখকে বেকসুর খালাস প্রদান করেছেন। সাকিবকে হত্যার পর তার মা দেলোয়ারা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর আগে সাজাপ্রাপ্ত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক, মামলার পারিপার্শ্বিক অবস্থা, বিচার বিশ্লেষণ শেষে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ সরদার এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল মামলা পরিচালনা করেন।