পাগলা মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পাগলা মহিষের আক্রমণে আহত কৃষক গোলাপ মিয়া মারা গেছেন। তিনি উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকার মৃত চিতব আলীর ছেলে। উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবীব উল্লাহ হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গত সোমবার কৃষক দম্পতি আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই গোলাপ মিয়ার মৃত্যু হয়। এদিকে তার স্ত্রী শিরিয়া বেগম স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। গতকাল মঙ্গলবার গোলাপ মিয়ার জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

জানা যায়, দুর্ঘটনার সময় তারা কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎই মহিষটি এসে গোলাপ মিয়ার পেটে আঘাত করে, এতে তার পেটে জখম হয়ে ভুড়ি বের হয়ে যায়। এর আগে শিরিয়া বেগমের শরীরের বিভিন্ন অংশে মহিষটি আঘাত করলে তিনিও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবীব উল্লাহ হাবীব বলেন, পণ্ডিত মিয়া নামের এক কসাই মহিষটি জবাই করে বিক্রি করার জন্য বাজার থেকে কিনে এনেছিলেন। ঘাস খাওয়াতে মহিষটিকে মাঠে নিয়ে গেলে হঠাৎই দৌড়াতে শুরু করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে গিয়ে ওই গোলাপ মিয়া দম্পতিকে শিং দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন মহিষটিকে তখনই আটক করে।