সুন্দরবনে বিশেষ টহল কার্যক্রম জোরদার

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

আজ বৃহস্পতিবার থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারের সব ধরনের পাস পারমিট বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। নদ নদীতে মাছের বংশ বিস্তার ঘটাতে তিন মাস জেলে বাওয়ালিদের বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় পশ্চিম ও পূর্ব সুন্দরবনের চারটি রেঞ্জ অফিসের অধীন ১৬টি ফরেস্ট স্টেশন থেকে বিএলসিধারী জেলেদের অনুকূলে পাস পারমিট ইস্যু করা হবে না। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এরই মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেকার্ডে জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু করেছে। পারমিট বন্ধকালীন সময়ে বন বিভাগ সুন্দরবনের সম্পদ সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায়। তিনি বলেন গত ১৬ মে বন বিভাগের এক সভায় জানানো হয় ফরেস্ট স্টেশন ও টহল ফাঁড়ির কর্মরত বন কর্মকর্তা ও বনরক্ষীরা বনের ভেতরের নদী খালে দিনরাত টহল কার্যক্রম পরিচালনা করবেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ। অসাধু কোনো জেলে যাতে বনে ঢুকতে না পারেন, সে ব্যাপারে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ফরেস্ট স্টেশন এলাকা কিংবা যেকোনো টহল ফাঁড়ির আওতায় মাছ, কাঁকড়া, হরিণ শিকার ও কাঠ পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে সংশ্লিষ্ট স্টেশন ও বন টহল ফাঁড়িতে কর্মরতদের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে শাস্তি প্রদানের সুপারিশ করা হবে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।