ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাসিক চুক্তিতে মহাসড়কে চলে অবৈধ থ্রি-হুইলার

মাসিক চুক্তিতে মহাসড়কে চলে অবৈধ থ্রি-হুইলার

ঝিনাইদহ-যশোর মহাসড়কে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার থেকে মাসিক চুক্তিতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ট্রাক থামিয়ে চা খাওয়ার জন্য নেয়া হয় টাকা। এমন অভিযোগ বারোবাজার হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে। এর কারণে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ থ্রি-হুইলার চলাচল করায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। ট্রাক ড্রাইভার মহিদুল ইসলাম জানান, তিনি সম্প্রতি ট্রাক চালিয়ে যশোর যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় গতিরোধ করে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছে চা খাওয়ার জন্য টাকা দাবি করা হয়। তিনি ১০০ টাকা দিলে গাড়ি ছেড়ে দেয়। অ্যাম্বুলেন্স চালক সিরাজ হোসেন জানান, অ্যাম্বুলেন্সগুলো সব মাসিক চুক্তি করা আছে। বারোবাজার হাইওয়ে থানায় টাকা দিয়ে চালানো হয়। টাকা দিলে তেমন ঝামেলা করে না। বারোবাজার হাইওয়ের এক পুলিশ সদস্যের কাছে তিনি সব অ্যাম্বুলেন্সের টাকা জমা দেন। এ ব্যাপারে বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, তিনি ছুটিতে আছেন। চা খাওয়ার জন্য ১০০ টাকা নেয়ার ব্যাপারটি জানালেন এজন্য আপনাকে ধন্যবাদ। থ্রি-হুইলার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের মাসিক চুক্তিতে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বন্ধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত