ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদকবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও পথসভা

মাদকবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও পথসভা

‘মাদক রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুরের আয়োজনে এবং মাদক নির্মূল সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

‘মাদককে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুরের সাবইন্সপেক্টর জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবির, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত