ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাঘাটায় ইজিপিপি প্লাস প্রকল্প

প্রায় আড়াই হাজার মানুষের কর্মসংস্থান

প্রায় আড়াই হাজার মানুষের কর্মসংস্থান

গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০ ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ইজিপিপি প্লাস প্রকল্পের আওতায় ২ হাজার ৪৬৬ জন হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে। এ প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিজন সুবিধাভোগী তাদের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন ৪০০ টাকা হারে মজুরি পেয়ে থাকেন। মঙ্গা পিরিত সাঘাটা উপজেলার প্রায় আড়াই হাজার হতদরিদ্র মানুষের বেকারত্ব ঘুচে গেছে এ প্রকল্পের আওতায়। জানা যায়, সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নেতৃত্বে লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে বর্তমান সরকার প্রত্যেক শ্রমিককে তাদের মোবাইলে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা করেছেন। সাঘাটা উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম আক্ষেপ করে এ প্রতিনিধিকে বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আমার ইউনিয়নে ইজিপিপি প্লাস প্রকল্পের ৩৫০ জন শ্রমিক লটারির মাধ্যমে নির্বাচন করেছেন। তারা এরই মধ্যে তাদের নিজ নিজ মোবাইল রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পারিশ্রমিক পাচ্ছেন। কিন্তু তার পরেও আমার নির্বাচনি প্রতিপক্ষ ও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি সুবিধাভোগী নির্বাচনে তারা অনৈতিক সুবিধা না পাওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমার ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ মানুষ নদীভাঙনের স্বীকার, এ কর্মসূচির আওতায় আরও কিছু শ্রমিক বৃদ্ধি করা দরকার। বেড়া গ্রামের কর্মসৃজন-কর্মসূচির শ্রমিক হাবিজার রহমান জানান, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে আমরা কর্মহীন হয়ে পড়েছিলাম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কাজ দেয়ায় আমরা খুব খুশি এবং ছেলেমেয়ে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছি। উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড জানান, কমসৃজন কর্মসূচির প্রকল্পের কাজ সরজমিনে তদন্ত করে উপস্থিত শ্রমিকদের নামেই নিয়মাফিক বিল প্রদান করা হয়। এছাড়া ও ইউএনও স্যার ও মাঝেমধ্যে তদন্ত করে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত