কাঁকরোল চুরির অপরাধে মারধর

অপমান সইতে না পেরে আত্মহত্যা

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। গত বুধবার উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের ৯নং ওয়ার্ডের হাজি মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মোহাম্মদ হাবিব উল্লাহ। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিজেদের করলা খেতে কাজ করছিলেন হাবিব। ওইসময় পাশের জমি ক্ষেত থেকে হাবিব কাঁকরোল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। এ সময় তাকে মারধর করা হয়। পরবর্তী সময়ে কাঁকরোল চুরির অপবাদ ও মারধর করার অপমান সইতে না পরে বিষপান করে হাবিব।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন জানান, আমি এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। শাকিবের ক্ষেত থেকে হাবিব কাঁকরোল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে। পরে নুরুল কাদের, দোস্ত মোহাম্মদ এবং হাবিবউল্লাহর মা-বাবা ঘটনাস্থলে আসলে তাকে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া করলে সে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে নুরুল কাদের। পরে সন্ধ্যায় চেয়ারম্যান মেম্বার বিচার করার কথা বলে তাকে চেড়ে দেয়া হয়। পরে সে বাড়িতে গিয়ে কেন থাকে তারা মারধর করল এই অপমান সইতে বিষপান করে। পরে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।