ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জবি শিক্ষককে মারধর

ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

খুলনার কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে গত ৫ মে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামের ওপর চড়াও হয়ে মারধর করেন উত্তরচক কামিল মাদ্রাসার গভর্নিবডির সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ। এ ঘটনায় ভুক্তভোগি জবি শিক্ষক ওইদিন রাতে কয়রা থানায় ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা করেন। পরদিন ৬ মে সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে মামলার আসামি উত্তরচক মাদ্রাসার অফিস সহকারী কামরুলকে তার বাড়ি থেকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। ইউপি চেয়ারম্যান অব্দুল্লাহ আল মাহমুদসহ আরো ৪ আসামি হাইকোর্ট থেকে ২ সপ্তাহের আগাম জামিন নেন। গত বৃহস্পতিবার কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতে তারা জামিনের জন্য হাজির হলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে মামলার ৪ আসামি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মজিবার রহমান ও মো. রাসেলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত