ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা

ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভুয়া জন্মসনদ দাখিল করার বিষয়ে ব্যাখ্যা চাইতে বার বার তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে ১০ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে অনাদায়ে একদিনের কারাদণ্ড দেয়া হয়। সিরাজগঞ্জের কাজিপুর পারিবারিক আদালতের বিচারক মো. লোকমান হাকিম এ দণ্ডাদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী সাব্বির হোসেন বলেন, একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের সূত্র ধরে বগুড়ার ধুনট উপজেলার ওই ইউপি চেয়ারম্যানকে তলব করেন আদালত। পরে ভুয়া সনদের বিষয়ে ব্যাখ্যা না দেয়ায় তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। পরে বাদীপক্ষের আইনজীবী তার বিরুদ্ধে ভুয়া সনদ দেয়ার অভিযোগে ফৌজদারি মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আবেদন করেন। গত বৃহস্পতিবার বিচারক আবেদন নাকচ করে অভিযুক্ত চেয়ারম্যানকে পারিবারিক আইন অনুযায়ী উল্লেখিত দণ্ডাদেশ দেন। এছাড়া আদেশের কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলেন, গত ৩০ মে আদালতের একটি চিঠি ডাকযোগে পেয়েছি। ওই চিঠিতে ২৪ মে হাজিরার তারিখ ছিল। এছাড়া আদালতের কোনো চিঠি পাইনি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত