অপহৃত স্কুলছাত্রী উদ্ধার অপহরণকারী মুন্না আটক

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা থেকে অপহরণের এক মাস পর দশম শ্রেণির স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী মুন্নাকে। গতকাল শনিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান। মুন্না ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৯ এপ্রিল শহরের পলাশপোল সরদার পাড়া এলাকার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে রসুলপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পথে সংগ্রাম হাসপাতালের সামনে থেকে তার মুখে রুমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ করে তাকে অপহরণ করে ঢাকার যাত্রাবাড়ী কাজীরগাঁও এলাকায় নিয়ে যায় মুন্না। এদিকে অপহরনের ঘটনায় ভুক্তভোগীর বাবা সদর থানায় একটি মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। তিনি আরো জানান, অপহৃত মেয়ে কৌশলে তার চাচা হেলাল উদ্দীনকে ‘ইমোতে’ কল দিয়ে বলে, চাচা আমাকে বাঁচাও, আমি এখান থেকে বের হতে পারছি না।