কৃষি যন্ত্রপাতি পরিচিতিবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালীর বাস্তবায়নে, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি মেরামত ও রক্ষণাবেক্ষণে কৃষক, চালক ও মেকানিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও গতকাল শনিবার উপজেলার জামলায় কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তন অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিএআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ড. ফেরদৌসী ইসলাম।