বিলকে নদ-নদী প্রচারণার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

পরিকল্পিতভাবে কুড়িগ্রামের রাজারহাট চাকিরপশার বিলকে নদ ও নদীর নামে মিথ্যে প্রচারণার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার চাকিরপশার পাঠান পাড়া সড়কে ঐতিহ্যবাহী চাকিরপশার বিল ও প্রান্তিক কৃষক রক্ষা কমিটির ব্যানারে শতাধিক কৃষক ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, ১৯৪০ সাল থেকে সরকারি হিসাবে বিল নামে পরিচিত চাকিরপশার বিলকে নদ বা নদী নামে অভিহিত করে কৃষকদের হয়রানি করতে একটি চক্র মিথ্যে প্রচারণা চালাচ্ছে। তারই প্রতিবাদে মানববন্ধন আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন চাকিরপশার বিল ও প্রান্তিক কৃষক রক্ষা কমিটির আহবায়ক মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সদস্য সচিব আজগার আলী, জেলা পরিষদ সদস্য এনামুল হক, কৃষক আব্দুল জলিল, কৃষক নুর ইসলাম, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুমন চন্দ্র রায়, কৃষক জুয়েল হক চৌধুরী, কৃষক টুটুল আহমেদ, কৃষক আব্দুস সালাম প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনকে দিয়ে একটি চক্র চাকিরপশার বিলকে নদী বানানোর অপচেষ্টা করে আসছিল। কিন্তু তাদের মিথ্যাচার কোনো কাজে আসেনি। নদীরক্ষা কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টে কোথাও চাকিরপশার বিলকে নদ বা নদী নামে অভিহিত না করলেও সুবিধাভোগী ওই চক্রটি তাদের লক্ষ্য থেকে পিছিয়ে আসেনি।