ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি

ময়মনসিংহের ধোবাউড়ায় সদর বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে অবশিষ্ট মাংস নদীর পাড়ে মাটিতে ফুঁতে রাখা হয়েছে। এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ধোবাউড়া বাজারের ব্রিজ এর পূর্ব পাশে মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম গত শুক্রবার সকালে একটি গরু জবাই করেন। গরুটি উত্তরপাড়া গ্রামের জালাল উদ্দিনের। কিছুদনি পূর্বে গরুটিকে কুকুরে কামড় দিয়েছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিল এই গরুটি। মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম জালাল উদ্দিনের বাড়ি থেকে গরুটি কিনে নিয়ে আসে। অস্স্থু এই গরুটি জবাই করে মাংস বিক্রি করার কিছুক্ষণ পরই বিষয়টি জানাজানি হয়। পরে তাড়াহুড়ো করে রফিকুল ইসলাম অবশিষ্ট মাংস সাতারখালী নদীর পাড়ে মাটিতে ফুঁতে ফেলে। এ ব্যাপারে গরুর মালিক জালাল উদ্দিন বলেন, আমার গরুটি অসুস্থ জেনেই দশ হাজার টাকা বায়না দিয়ে নিয়ে যায়। বিকালে তারা মাংস নদীর পাড়ে ফুঁতে রেখে যায়। পরে রফিকুল ইসলাম জোরপূর্বক বায়নাকৃত ১০ হাজার টাকা ফেরত নিয়ে যায়। এ ব্যাপারে মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সমাধান হয়েছে। প্রতিদিন ধোবাউড়া বাজারে কোনো রকম পরীক্ষা ছাড়াই দেদারসে গরু জবাই করা হচ্ছে। নিয়ম অনুযায়ী গরু জাবাই এর পূর্বে প্রতিটি গরু প্রাণিসম্পদ দপ্তর থেকে পরীক্ষা করে তারপর জবাই করা হবে। কিন্তু এসব নিয়মনীতির তোয়াক্কা না করে অসুস্থ্য গরু জবাই করা হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাবরিনা শারমিন বলেন, চার মাস ধরে কোনো গরু আমাদের হাসপাতাল থেকে পরীক্ষা করে নিতে কেউ আসেননি, এই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত