গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সামনে ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারো দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার খামারি ও কৃষকরা কোরবানি উপলক্ষ্যে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হওয়ার আশা তাদের। বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জহাট, শতগ্রামহাট, ঘুরে দেখা যায় এমন চিত্র। প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে উপজেলার ১১ ইউনিয়নে প্রায় ৫০-৫৫ জন পারিবারিক ও বাণিজ্যিকভাবে খামারে গবাদিপশু পালন করছেন। আর এ থেকে ১০ হাজার পশু উৎপাদিত হবে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। খামারি রবি বলেন, আমার খামারে এখন ১১টি দেশি গরু রয়েছে। গরুগুলোকে প্রাকৃতিক সব খাবার খাওয়াচ্ছি। অন্যান্য ফার্মের মালিকরা জানান, চার মাস আগে মোটাতাজা করার জন্য গরু কিনেছি। একেকটি গরু প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা করে কেনা। ঈদের আগে শেষ মুহূর্তে গরু মোটাতাজা করছি। ভারতীয় গরু না এলে আমরা একটু লাভবান হতে পারব। সরকারের কাছে আবেদন, ঈদের আগে যেন ভারতীয় গরু বাংলাদেশে না ঢুকে। বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে উপজেলার ৫০-৫৫টি পরিবার পারিবারিক ও বাণিজ্যিকভাবে খামার পরিচালনা করছেন। এই খামারগুলোকে আমরা প্রাণিসম্পদ বিভাগ থেকে ভ্যাকসিন এবং চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি।