ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বাস্থ্য বিভাগের ডিএসএফ প্রকল্পের কর্মশালা

স্বাস্থ্য বিভাগের ডিএসএফ প্রকল্পের কর্মশালা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতায় ডিমান্ড সাইড ফাইন্যান্সিংয়ের (ডিএসএফ) মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রকল্পের কর্মশালা গতকাল রোববার খুলনার কয়রার উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ডিএসএফ প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালার মূল পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের ন্যাশনাল কনসালটিং ডা. আহসানুল ইসলাম কল্লোল। সভায় জানানো হয় গ্রামের অহসায়, দরিদ্র ও দুস্থ নারীদের সন্তান প্রসাবকালীন সময়ে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডিএসএফ প্রকল্প ইউনিয়ন পরিষদের মাধ্যমে মহিলাদের গর্ভকালীন সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করবে। ইউপি চেয়ারম্যান, মেম্বর, সংরক্ষিত নারী মেম্বর, শিক্ষক, ইমাম, পুরোহিতরা গ্রামের লোকজনদের বিষয়টি অবহিত করবেন। অনুরূপ দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোড়ল আছের আলীর সভাপতিত্বে ডিএসএফ প্রকল্পের আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের মূল পরিকল্পনা তুলে ধরেন ডিএসএফ প্রকল্পের ন্যাশনাল কনসালটিং ডা. আহসানুল ইসলাম কল্লোল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত