ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সোনাগাজীতে মা-ছেলের লাশ উদ্ধার

পরিবারের দাবি হত্যা
সোনাগাজীতে মা-ছেলের লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে গতকাল সোমবার দুপুরে হাজেরা খাতুন ও তার শিশুপুত্র এমরান হোসেন ইয়ামিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হাজেরার শাশুড়ি ও মায়ের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। শাশুড়ির দাবি, জমি কেনাকে কেন্দ্র করে স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে নিজের শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করে নিজে পেটে ছুরি মেরে ও গলায় ফাঁস লাগিয়ে হাজেরা আত্মহত্যা করেছেন। হাজেরার মায়ের দাবি, জমি কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্বামী মোহাম্মদ সোহেল শিশুপুত্রকে শ্বাসরোধে এবং স্ত্রী হাজেরাকে পেটে ছুরি মেরে হত্যা করে নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে পালিয়ে গেছেন। অপর এক বছর বয়সি হাজেরার অসুস্থ শিশুপুত্র ইরাফান হোসেন আরাফাতকে মুমূর্ষ অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে তাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তে চরডুব্বা গ্রামের শুক্কুর বলির বাড়িতে। পুলিশ, এলাকাবাসী ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ওলিপুর গ্রামের মৃত ছেরাজুল হকের কন্যা হাজেরা খাতুন মনির সঙ্গে ৬ বছর পূর্বে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর চরডুব্বা গ্রামের মৃত নূর-নবীর ছেলে মোহাম্মদ সোহেলের বিয়ে হয়। তাদের ঘরে দুটি পুত্রসন্তান জন্ম হয়। একজনের বয়স ৫ বছর ও অন্যজনের বয়স এক বছর। সোহেল পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। গত কিছু দিন পূর্বে সোহেল এক প্রতিবেশীর কাছ থেকে প্রতি শতক জমি ১ লাখ টাকা মূল্যে মোট ১০ শতক জমি ১০ লাখ টাকায় কেনার জন্য বায়নাপত্র করেন। তার স্ত্রী হাজেরা জমি কেনায় রাজি ছিলেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত