কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিয়ে ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাস। এছাড়া শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। এতে কিশোরীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।