ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করল জেলা পরিষদ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার উপজেলার নওয়াপাড়া নূরবাগ যশোর-খুলনা মহাসড়ক বাসস্টান্ডের পাশে আবস্থিত জায়গায় ১৮টি অবৈধ পাঁকা ঘর উচ্ছেদ করেন যশোর জেলা পরিষদ। জেলা পরিষদের সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত একশ্রেণির লোক জেলা পরিষদের ১১শতক ১৬ পয়েন্ট জায়গা দখল করে পাকা দোকান ঘর র্নিমান করে ব্যবসা কওে আসছেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে যশোর বিজ্ঞ আদালতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করা হলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকেন এক শ্রেণির ব্যবসায়ীরা। মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করা হলে হাইকোর্ট মামলাটি শুনানি অন্তে অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন । মহামান্য হইকোর্ট মামলার বিবাদিদের কে ৫দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না ফেলায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন যশোর জেলা পরিষদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত