ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বজ্রনিরোধক তালের চারা রোপণ

বজ্রনিরোধক তালের চারা রোপণ

পাবনার সাঁথিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বজ্রনিরোধক হিসেবে তালের চারা রোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সড়কের দুই পাশে ২০০টি করে মোট ৪০০টি তালের চারা রোপণ করা হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী জানান, বজ্রপাত প্রতিরোধে, মাটির ক্ষয়রোধে এবং পুষ্টির জোগানে রোপণকৃত তালগাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন বলেন, কৃষকের উন্নয়নে বর্তমান কৃষিবান্ধব সরকার নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে চলেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত