ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মসজিদভিত্তিক গণশিক্ষা রাজস্ব খাতে নিতে স্মারকলিপি

মসজিদভিত্তিক গণশিক্ষা রাজস্ব খাতে নিতে স্মারকলিপি

মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাসহ সব জনবলের বেতন-ভাতা রাজস্ব খাতে নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখা। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করেন মসজিদভিত্তিক প্রকল্পের শিক্ষক-শিক্ষিকারা।

স্মারকলিপিতে বলা হয়, ইসলামী ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি অতি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রকল্পটির প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রে পাঠদান করছে শিক্ষকরা। প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ২৪ লাখ ১৪ হাজার ২ শত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন, তাই প্রকল্পের সঙ্গে যুক্ত সবার বেতন ভাতা রাজস্ব খাতে নেয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, রংপুর বিভাগীয় প্রচার সম্পাদক রবিউল ইসলাম, নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ ময়নুল ইসলামসহ ৬ উপজেলার কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত