ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতাল থেকে চার দালাল গ্রেপ্তার

হাসপাতাল থেকে চার দালাল গ্রেপ্তার

চাঁদপুর জেলার বিভিন্ন স্থানের গ্রামাঞ্চল থেকে চিকিৎসাসেবা নিতে আসা সহজ সরল রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মো. মাসুদ, সবুজ, দীপ দে ও হৃদয় দাস নামে চার দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাদের হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন সদর মডেল থানার সহকারী এএসআই মেহরাজ মাহমুদ। মাসুদ শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী মৃত মিরাজ বেপারীর ছেলে, সবুজ শহরের কোড়ালিয়া রোডের মো. দুলালের ছেলে, দীপ শহরের ঘোষপাড়ার বিষু দের ছেলে এবং হৃদয় শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের কানাই দাসের ছেলে।

এএসআই মেহরাজ মাহমুদ জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার কারণে তারা মোবাইলে ফোনে থানায় অভিযোগ করে। তাৎক্ষণিক হাসপাতালে এসে এই চারজনকে পাওয়া যায় এবং তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, হাসপাতালে আসা রোগীদের দীর্ঘদিন ধরে একশ্রেণির দালাল বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা সাধারণ রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নাম করে তাদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। তাদের ফাঁদে পড়ে অনেকেই সঠিক চিকিৎসাসেবা পায় না। আজকে রোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত