জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর জিডি

হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তদের গুলি

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)

ফেনীর সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার তিন দিনের মধ্যে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই ব্যবসায়ী। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর স্টোরে এ ঘটনা ঘটে। পুলিশ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের নূরুল আমিনের ছেলে ব্যবসায়ী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে চরখোন্দকারে মৎস্য চাষ করে আসছেন। মৎস্য প্রকল্প জবরদখলে নিতে স্থানীয় ভূমিদস্যু রফিকুল ইসলাম বাদল ও রাসেল আমিনের নেতৃত্বে ১০ থেতে ১৫ সন্ত্রাসী তাকে কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছেন। গত ৩ জুন আলমগীর হোসেন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোনাগাজী মডেল থানার জিডি নং-১৬২, তাং ০৩-০৬-২০২৩ খ্রিষ্টাব্দ। জিডি রুজুর তিন দিনের মাথায় ৬ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চারজন মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসী তার দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তাৎক্ষণিক আলমগীর দোকানের ক্যাশের পাশে মেঝেতে বসে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার দোকানের শো-কেইচের ওপর পড়ে। এ সময় গুলির আঘাতে শো-কেইচের গ্লাস ভেঙে গেলেও ব্যবসায়ী আলমগীর হোসেন প্রাণে রক্ষা পান। তার দাবি, গুলির আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়েছে- মর্মে মনে করে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ও থানা পুলিশকে ফোন করলে খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।