সার্ভার জটিলতায় আখাউড়া ইমিগ্রেশন ছয় ঘণ্টা পর স্বাভাবিক

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় ৬ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সময় ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার বন্ধ থাকে। এতে তীব্র গরমে সীমাহিন দুর্ভোগে পড়ে প্রায় সাড়ে ৩০০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হঠাৎ করে সার্ভারে জটিলতা দেখা দেয়ায় বন্ধ হয়ে পড়েছিল ইমিগ্রেশনের কার্যক্রম। পড়ে বেলা সাড়ে ১২টার দিকে সার্ভারের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ফের যাত্রী পারাপার শুরু হয়।

আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ৬টায় ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার পাঁচ মিনিট পর থেকে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা পারাপার করতে পারেনি। এ সময় ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীরাও আটকা পড়েন। জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, সার্ভারের কার্যক্রমটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমস্যার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হলে সমস্যা সমাধানের পর দুপুর সাড়ে ১২টার পর ফের ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক হয়।